কুড়িগ্রাম সমিতি, ঢাকা
কুড়িগ্রাম সমিতি, ঢাকা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন যা ঢাকায় বসবাসরত কুড়িগ্রাম জেলার পেশাজীবীদের সমন্বয়ে পরিচালিত ও কুড়িগ্রাম জেলার কল্যাণে নিয়োজিত। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন ধর্ম বর্ণ নির্বিশেষে ঢাকায় কুড়িগ্রামের সকল পেশাজীবীদের প্রাণের সংগঠন।
সৃষ্টির ইতিহাস
ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির জন্ম ১৯৭৩ সালে। সে সময় ঢাকায় বসবাসরত কিছু গুণী মানুষ রাজধানীতে অবস্থান করে নিজ জেলা কুড়িগ্রামের উন্নয়নে ভূমিকা রাখার মহৎ উদ্দেশে এবং নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করার নিমিত্তে সমিতি গঠনের উদ্যোগ নেন।
অতীত ও বর্তমান
কুড়িগ্রাম সমিতি ঢাকা’কে কুড়িগ্রামবাসীর প্রাণের সংগঠনে পরিণত করার ক্ষেত্রে শুরু থেকেই গঠনমূলক এবং কুড়িগ্রামের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম হাতে নিয়েছে এই সমিতির নেতৃত্ব। কখনও কুড়িগ্রামের শীতার্তদের পাশে দাঁড়িয়েছে, কখনও বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে, আবার অনেকসময় সম্ভাবনাময় কোন কিশোরের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে। এরকম হাজারো কার্যক্রমের মধ্যে জড়িত থাকে কুড়িগ্রাম সমিতি। অতীতেই এসব কার্যক্রমের শুরু হয়েছে, আর বর্তমানে তার পরিধি অনেকগুনে বেড়েছে।
কর্মসূচি ও আয়োজন
কুড়িগ্রাম সমিতি নিয়মিতভাবেই কুড়িগ্রামের শীতার্ত ও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়। দরিদ্র ও মেধাবীদের সহযোগিতায় হাত বাড়ায়। ইফতার, স্মরনসভা, বার্ষিক বনভোজন, সংবর্ধনাসহ নিয়মিত কিছু মিলনমেলার আয়োজন করে থাকে। তবুও কুড়িগ্রাম সমিতির নির্দিষ্ট কোন কার্যক্রমের ধরাবাঁধা তালিকা নেই। জেলার মানুষের প্রয়োজনে বা সমিতির সদস্যদের আকাংখায় বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেয়া হয়ে থাকে।
স্মরণীয় যারা
বিভিন্নমুখী গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে কুড়িগ্রাম সমিতি ঢাকায় বসবাসরত কুড়িগ্রামবাসীর প্রাণের সংগঠনে পরিণত হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে আসতে অনেক গুণী মানুষের অবদান ও পরিশ্রম জড়িত। এই প্ল্যাটফর্মটিকে নিজের সন্তানের মত ভালোবেসে গেছেন জেলার অনেক বিখ্যাত মানুষ।